ট্রান্সফরমারের অগ্নি নির্বাপক ব্যবস্থা - কারণ, ধরণ এবং প্রয়োজনীয়তা



আপনারা হয়তো অনেকেই ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ার ঘটনা দেখে থাকবেন। যা আমাদের দেশে প্রায়েই ঘটে থাকে। ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়া যারা দেখেছেন একমাত্র তাদেরই অভিজ্ঞতা আছে যে তা কতটা ভয়ঙ্কর এবং বিপদজনক হতে পারে। পাওয়ার স্টেশনগুলোতে বিভিন্ন আকার আকৃতির ট্রান্সফরমার আমরা দেখতে পাই, যাদের বাড়ির কাছাকাছি বিদ্যুৎ বিতরণ সাব স্টেশন আছে তারা আরো ভাল জেনে থাকবেন। তারপর আমরা রাস্তাঘাটে চলার সময়ও পোলে বিভিন্ন ধরণের ট্রান্সফরমার দেখে থাকি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ট্রান্সফরমার একটি অতি গুরুত্বপূর্ণ ডিভাইস। ফায়ার ফাইটিং প্রফেশনালদের মতে ট্রান্সফরমারে এই ধরণের আগুন নিয়ন্ত্রন করা খুবই ঝুকিপূর্ণ এবং কঠিন কাজ। 

ট্রান্সফরমারে আগুন লেগে যাওয়ার কারণগুলোর মধ্যে প্রধান কারণগুলো হল অত্যাধিক তাপমাত্রা বা গরম হওয়া, গুরুতর শর্ট সার্কিট সৃষ্টি হওয়া, সমস্যাযুক্ত কয়েল এবং অয়েল লিকেজ করা ইত্যাদি। সুতরাং এই ধরণের সমস্যা যদি কোন ট্রান্সফরমারে দেখা যায় তাহলে সেখানে গুরুতর আগুন লাগার এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। তাই এ ধরণের সমস্যা চোখে পড়লে তা যত দ্রুত সম্ভব সমাধানের ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। 


➽ ট্রান্সফরমারের অগ্নি নির্বাপক ব্যবস্থা (Transformer Fire Protection System):-

ট্রান্সফরমারের প্রটেকশনের জন্য কোন নির্ধারিত একক ব্যবস্থা নেই। ট্রান্সফরমারের প্রতিস্থাপন এবং এর আশেপাশের পারিপার্শিক অবস্থার উপর বিবেচনা করে ট্রান্সফরমার প্রটেকশন ব্যবস্থার ভিন্নতা হয়ে থাকে। তাই আমরা কোনভাবেই একক কোন বিষয় দিয়ে ট্রান্সফরমারে ফায়ার প্রটেকশন এর কথা চিন্তা করতে পারি না। যেমন, ছোটখাটো আগুনের ক্ষেত্রে আপনি Fire Extinguisher ব্যবহার করতে পারেন এর মধ্যে রয়েছে CO₂ এবং ABC Dry Powder. আবার যদি আগুনের পরিমাণ বড় হয় সেখানে নিশ্চই আমরা Fire Extinguisher ব্যবহার করতে পারবো না। সেখানে আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। যেমন ধরুন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে হাই স্পিড বা উচ্চ চাপযুক্ত পানি স্প্রে করে আমরা আগুন নিভাতে পারি। তবে পানি বিদ্যুৎ পরিবাহী সুতরাং উক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে কিনা তা নিশ্চিত হওয়াটা অত্যান্ত জরুরী। এছাড়া গ্রীড সাব স্টেশন গুলোতে আরো একটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে যেটা হল  nitrogen injection পদ্ধতি। এই পদ্ধতিতে নাইট্রোজেনকে আগুনের উপরের ইনজেক্ট করা যায় যার ফলে উক্ত স্থানে অক্সিজেন এর ঘাটতি সৃষ্টি হয় এবং অক্সিজেন এর অভাবে আগুন নিভে যায়। এ ছাড়াও বিভিন্ন পদ্ধতি রয়েছে। 

পরিশেষে এটাই বলা যায় বৈদুতিক ডিভাইস প্রটেকশন এর জন্য একক কোন পদ্ধতি নেই। আর প্রতি নিয়তই নতুন নতুন পদ্ধতি উদ্ভাবিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য। তবুও দূর্ঘটনা ঘটে যেতে পারে যে কোন সময়। তাই সবথেকে বড় নিরাপত্তা হল নিয়মিত পরীক্ষা করা, সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধান করা এবং রুটিন মেইনটেনেন্স সঠিকভাবে করা ও কোন কাজে অবহেলা না করে। এটাই সর্বোত্তম পদ্ধতি।