কেন বৃষ্টির সময় পাওয়ার লাইন এবং টাওয়ারে শর্ট সার্কিট হয় না?

এতে কোন সন্দেহ নেই যে বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে এক গুরুত্বপূর্ণ জিনিস যেটি ছাড়া যেন আমাদের বর্তমানের জীবনের প্রতিটি মূহুর্ত অচল। বলতে গেল বিদ্যুৎ ছাড়া কাজ করবে এমন কিছু হয়তো বর্তমান বিশ্বে নেই। প্রতিটি জিনিসের জন্যই প্রয়োজন বিদ্যুৎ। এই বিদ্যুৎকে ঘরে ঘরে এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছে দেওয়ার জন্যেই ব্যবহার করা হয় বড় বড় টাওয়ার এবং পরিবাহী তারের মাধ্যমে পরিবহণ ব্যবস্থা যাকে আমরা পাওয়ার লাইন বলে থাকি। এসব লাইনে কিন্তু কোন ইনসুলেশন এর ব্যবস্থা থাকে না। আমরা সাধারণত অনেক উঁচু মোবাইল টাওয়ারের মত টাওয়ার ব্যবহার হতে দেখি এই বিদ্যুৎ এক জেলা থেকে অন্য জেলা বা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহণের জন্য। আবার বাসা বাড়িতে পরিবহণের জন্য আমরা কিন্তু আমাদের পাড়া বা মহল্লাতে বিভিন্ন ধরণের বৈদ্যুতিক খুটি দেখতে পাই। এসব কিছুই ব্যবহৃত হয় আমাদের কল্যানে এবং আমাদের দোরগোড়ায় বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য। কিন্তু কথা হল আমরা জানি পানি বিদ্যুৎ পরিবাহি। তাহলে যখন বৃষ্টিপাত হয় তখন কেন উক্ত বৃষ্টির পানিতে কেন পাওয়ার লাইনে কিংবা টাওয়ার গুলোতে শর্ট সার্কিট হয় না? আজকে আমরা সেই বিষয় সম্পর্কেই জানবো। 




তার আগে চলুন একবার জেনে নেওয়া যাক বিদ্যূৎ আসলে কি? আমরা যদি খুবই সংক্ষেপে বলতে চাই তাহলে এটাই বলবো যে, কোন পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ বলে। অথবা আমরা বলতে পারি পজেটিভ আয়ন নেগেটিভ আয়নের দিকে প্রবাহিত হওয়াকেই বিদ্যুৎ বলে। কিন্তু এই প্রবাহিত হওয়ার জন্য একটি মাধ্যম প্রয়োজন। অথ্যাৎ কিসের মধ্যদিয়ে তা প্রবাহিত হবে। আর যে মাধ্যম দিয়ে এই বিদ্যুৎ প্রবহিত হয় তাকেই আমরা বলি পরিবাহী (Conductor)। সাধারণ ভাবে পরিবাহী বলতে সেই বস্তুকে বুঝানো যায় যার মধ্য দিয়ে কোন বাধা ছাড়াই মুক্ত ভাবে বিদ্যুৎ চলাচল করতে সক্ষম। 

আবার যদি পরিবাহীর রেজিষ্ট্যান্স বা বাধা বেশি হয় তাহলেও বিদ্যুৎ প্রবাহের মাত্রা কমে যাবে বা বাধাপ্রাপ্ত হবে। অন্যদিকে যে সকল বস্তুর মধ্য দিয়ে কোনভাবেই বিদ্যুৎ প্রবাহিত হয় না তাকে বলা হয় ইনসুলেটর। যেমন, শুকনা কাঠ, প্লাষ্টিক, রাবার ইত্যাদি এগুলো খুবই ভাল মানের ইনসুলেটর যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। কিন্তু অাপনি যতই ভাল ইনসুলেটর ব্যবহার করেন না কেন যদি উচ্চ মাত্রার বিদ্যুৎ কোন পরিবাহীর মধ্য দিয়ৈ প্রবাহিত হয় তাহলে ইনসুলেটর থাকা স্বত্বেও আপনাকে শক খেতে হবে। কারণ সেখানে বিদ্যুৎ প্রবাহের মাত্রা এতই শক্তিশালী থাকে যে, সকল ইনসুলেশন এর বাধাকে সে ভেঙে ফেলতে সক্ষম। ফলে সেখানে ইনসুলেশন খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে না। 

তাহলে এই উঁচু উঁচু টাওয়ারগুলো কিভাবে হাজার হাজার ভোল্ট পরিবহণে সহায়তা করে এবং বৃষ্টির সময়ও সর্ট সার্কিট হয় না? কি এর মূল রহস্য? এর উত্তর হল এই লাইগুলো মূলতই দুইটি ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথমটি হল কেমন ধরণের পানি উক্ত পরিবাহীর লাইনের সংস্পর্শে আসছে আর দ্বিতীয়টি হল এক ধরণের মেটারিয়াল এর ব্যবহার যা মূলত বৃষ্টির পানির সংস্পর্শে আসলেও দুইটি লাইনের মধ্যে শর্ট সার্কিট ঘটাবে না। 

আমরা জানি পানি বিদ্যুৎ এর একটি খুবই ভাল পরিবাহী যদি তাতে কোন অপরিশোধিত উপাদান বিদ্যমান থাকে। আর পানিতে অবস্থিত এসব অপরিশোধিত উপাদানগুলোই সাধারণত বিদ্যুৎ পরিবহণের কাজটি করে থাকে। কিন্তু বৃষ্টির পানিতে কোন প্রকার অপরিশোধিত উপাদান থাকে না যার ফলে তা বিদ্যুতের খুব ভাল একটা পরিবাহী হিসেবে কাজ করে না। দ্বিতীয়ত টাওয়ারের অংশগুলোতে পরিবহীর যে জয়েন্ট বা জোড়া দেওয়া হয় তাতে সিরামিক ব্যবহার করা হয়। আর সিরামিক খুবই ভাল ইনসুলেটর হিসেবে কাজ করে থাকে। 




আরো বেশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিরামিকের  ইনসুলেটর এর প্রান্তগুলো গোল কয়েল আকৃতির বা চাকতির আকৃতির করা হয়। যাতে করে পরিবাহির উপরে পড়া বৃষ্টির পানি গড়িয়ে জয়েন্ট বা সংযোগ স্থানে যেতে পারে না বরং পানি গড়িয়ে এসে উক্ত চাকতি আকৃতির বস্তুতে বাধা প্রাপ্ত হয়ে মটিতে পতিত হয় যা গড়িয়ে কখনও পরিবাহী এবং খুটির সংযোগ স্থলগুলোতে যেতে পারে না। ফলে কোন প্রকার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া সিরামিক এর উপরে কখনও পানি জমেও থাকে না। বরং সিরামিকের উপর পানি পড়লে তা সহজেই অপসারিত হয়ে যায়। এদিক থেকেও সিরামিক একটি খুবই ভাল মানের ইনসুলেটর হিসেবে কাজ করে থাকে।

এই সিরামিক  ইনসুলেটর এর মধ্য দিয়ে যদি খুবই ক্ষুদ্র পরিমাণ পানিকণাও প্রবাহিত হওয়ার সুযোগ পায় তাহলে তা সংযোগ গুলোতে সর্ট সার্কিট ঘটাতে সক্ষম হবে। আর এ ধরণের অবাঞ্চিত ঘটনা যাতে না ঘটে সেই লক্ষে টেকনিশিয়ান এবং দায়ীত্বরত কর্মকতা ও কর্মচারীরা এগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করেন। একটি নিয়ম মাফিক মেইটেনেন্স করে থাকেন এবং প্রয়োজনে মাঝে মাঝে তা পরিবর্তনও করে থাকেন লাইনের সুরক্ষা নিশ্চিত করার জন্য। শুধু  এই ইনসুলেটর লাগিয়ে রাখলেই হয় না। তার পরিপূর্ণ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হয় অত্যান্ত গুরুত্বের সাথে। নাহলে হাই ভোল্টেজ লাইগুলোতে বর্ষার সময় ঘটে যেতে পারে বড় ধরণের দূর্ঘটনা। কিংবা এর ভুক্তভুগি হতে পারি আপনি আমি বা আমাদের মত সাধারণ মানুষ।