বন্দর
এই সেই সে বন্দর,
যেথা এসে ফেলে নোঙ্গর
সব নাবিক গণ।
সৈকতে কিছুক্ষণ,
করে নেয় বিচরণ
সিক্ত করে আপন মন।
পণ্য সম্ভার,
নিয়ে আপনার,
নোঙ্গর তুলে নিয়ে
তরী ভাসিয়ে দিয়ে
ছেড়ে এই বন্দর
চলে যায় অতঃপর;
কোনো এক দূর দেশে
নীল সাগরে ভেসে ভেসে
অচেনা কোনো মোহনায়
কভু ফিরে নাহি চায়।
তারি মাঝে কত নাবিক,
হারিয়ে ফেলে চলার দিক।
কত ঝড় ঝঞ্ঝায়,
কত তরী ডুবে যায়;
যারা করে ভুল,
অকুলে হারায় কুল।
আর পায়না কিনারা
সাগরের এমনি ধারা।
সহস্র বর্ষ ধরে,
এই সেই বন্দরে,
কত নাবিক এসে;
চলে যায় দিবা শেষে।
আসা আর যাওয়া,
দেয়া আর নেয়া;
বেশী কিছু নয়,
ক্ষণিকে যা হয়;
সময় ফুরিয়ে যায়,
থাকেনা উপায়।
এই সেই বন্দর,
যা নাবিকের অন্তর,
ক্ষনিকের তরে,
মোহময় করে।
ধরে রেখে দিতে চায়,
পারে নাতো হায়;
দিতে হয় বিদায়,
চিরতরে চলে যায়।
এই বন্দরে কোনো দিন
যদি হয় নাবিক বিহীন
বন্ধ হয় কোলাহল
থেমে যায় চলাচল;
যদি কেহ না ফেলে নোঙ্গর,
যদি শুকিয়ে যায় সাগর;
তখন তো পড়ে রবে নিথর,
এই কর্ম মূখর বন্দর।

0 মন্তব্যসমূহ