যাত্রা

কে ওই চলে যায়
পৃথিবীরে নাহি শুধায়
একবার দাঁড়াও
কথা শুনে তবে যাও
থেকে যাও আরো দুটোদিন
শোধ করে যাও পৃথিবীর ঋণ।

পৃথিবীর জল, বায়ু, অন্ন
যা নিয়েছিলে জীবনের জন্য
ফিরিয়ে দিয়ে যাও তারে
যদি যেতে চাও চুপিসারে।

পৃথিবীকে ছেড়ে যেতে হলে
তারে যে যেতে হয় বলে
সে যদি চলে যেতে দিতে চায়
বাধা দেবোনা তবে সে যাত্রায়।

এসেছ যখন পৃথিবীতে
তোমায়ও কিছু দিতে হবে
শুধু নিয়ে যাবে
কিছু নাহি দেবে
এ কেমন খেলো খেলা
কেন করো অবহেলা?

যা কিছু পারো দিতে,
রেখে যাও পৃথিবীতে।
যা কিছু পারো দিতে
তোমার যাত্রা পথে।