মন

মানুষের মন। কি এক অসাধারণ
বিধাতার দান। ভাবে সারাক্ষণ,
চাহে অনুক্ষণ। অন্তরের সব চাওয়া,
আশা করে যেন সব যায় পাওয়া।
ভাবনায় কত বিচিত্র তার গতি,
কত বিচিত্ররূপ; কখন কি মতি?
কেউ কি চিনেছে কখনো নিজের মন?
কখন কোন আবয়ন করে ধারণ?
কেউ কি কভু প্রশ্ন করে নিজেরে?
নিজের মনে? মন কি? কেমন করে
কোথায় থাকে? দেহের কোন অংগে
গোপনে লুকিয়ে? জড়িয়ে কোন প্রত্যঙ্গে
করে বাস। কেন দেয় মিথ্যা আশ্বাস,
কেড়ে নেয় গভীর বিশ্বাস, ফেলে দীর্ঘশ্বাস।
উঁকি ঝুঁকি মারে কত আশা;
ভরে এনে দেয় কেন হতাশা?
কেন এনে দেয় উদ্বেল আনন্দ
সংকটে সংশয় দ্বিধা দ্বন্দ।
কেউ কি পেয়েছে কভু মনের দিশা
যদি করে থাকে মনে এই জিজ্ঞাসা?
সব হাসি কান্না আনন্দ বেদনা
ভালবাসা প্রেম প্রীতি ছলনা
রাগ বিরাগ সুখ দুঃখ বিরহ
যা ঘটে জীবনে নিত্য অহরহ
কোথা হতে এনে পলকে এসব
মুহূর্তে ছেয়ে দেয় গোটা অবয়ব?
জানি এসবতো শুধু মনেরি কাজ
তবুও তার ধরা দিতে কেন এত লাজ?
এ যে শুধু বিধাতারই এক দান, 
গোপনে তার বাস, বিধাতাই চান।