নীড়
চাইনে আমি অট্টালিকা
গগন চুম্বী দালান;
যেথায় বসত করে আমার
হিয়া হবে পাষাণ।
চাইনে আমি চোখ ধাঁধানো
টিনের চালা ঘর;
কুঁড়ে ঘরে যাদের বসত
তাদের করে পর।
যেথায় নেই হৃদয় দহন
প্রাণের কোনো জ্বালা;
ভালোবাসা অনাদরে
হয় না হেলা ফেলা।
যেথায় থেকে প্রাণের সুর
পাওয়া যায় খুঁজে;
এমন একটি নীড় আমি
গড়তে চাই নিজে।
যেমন করে বাবুই পাখি
গড়ে নিজের বাসা
তেমন একটি গড়বো নীড়
এই মনের আশা।
মন আমার থাকতে চায়
বাধা বন্ধন হীন
একটু সুখের পরশ নিয়েই
কাটাতে চায় দিন।

0 মন্তব্যসমূহ