ওগো মানসী আমার

ওগো মানসী আমার
আবারও কাছে এসো একবার।
হেরি তব মুখ খানি;
নয়নের বান দাও হানি;
তুলে ধরো অধর,
উঠুক কেঁপে থর থর,
তব পানে চেয়ে,
হৃদয় উঠুক ছেয়ে;
সুতীব্র বাসনা
এসো না, আবারও কাছে এসোনা!
তোমায় প্রাণ খুলে দেখিতে দাও একবার
ওগো মানসী আমার।
কেন বাতায়নে আছো দাঁড়িয়ে
সুদূরে আঁখি মেলে দিয়ে
নয়ন প্রসারি
কি দেখিছো হেরি?
এসো প্রিয়া এসো,
কাছে এসে বসো,
হাত খানি রেখে হাতে,
কই কথা তোমার সাথে।
কেনো আছো আনমনে?
এসো কাটাই দুজনে,
মধুর আলাপনে,
আছি এই লগনে
মুখে নেই কোনো ভাষা তোমার
ওগো মানসী আমার। 
আজ এই বিশ্বচরাচর,
হোক মিলনের আনন্দে মুখর
ফুটে আছে কত ফুল,
গোলাপ চামেলী বকুল,
ভ্রমরের গুঞ্জরন,
মুখরিত সারা ফুল বন।
চারিদিক ভরে আছে রূপরস গন্ধ,
ভেসে আসে তটিনীর সুমধুর ছন্দ,
এমনি মধুর লগন,
হৃদয় মন উন্মন,
আজ দুটি হিয়া হোক,
মিলনে স্বার্থক। 
সহে না যে দেরি আর
ওগো মানসী আমার।
কাছে এসো এবার;
ধরা দাও বাহুতে আমার।