স্মার্টফোন দিয়ে ক্যাপচা টাইপ করে ঘরে বসেই আয় করুন প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা।
এখন থেকে CAPTCHA টাইপ করে ঘরে বসেই আয় করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ/কম্পিউটার দিয়ে।
ক্যাপচা এন্ট্রি বলতে এক কথায় ইমেজ দেখে ক্যাপচা টাইপ করা।একটি ইমেজের মধ্যে প্যাচানো বা আকা বাকা বর্ণ থাকবে তা দেখে আপনাকে টাইপ করতে হবে। এভাবে একের পর এক ইমেজ টাইপ করে সাবমিট করতে হবে, একেই মূলত ক্যাপচা এন্ট্রি বলা হয়। তাছাড়াও বর্তমানে ক্যাপচার বিভিন্ন সংস্করণ আছে। যেমন রি-ক্যাপচা, ইমেজ ক্যাপচা ইত্যাদি। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার/ল্যাপটপ দিয়ে এই কাজ করতে পারবেন। কাজটি করতে প্রথমে নিচের লিংকে গিয়ে আপনার ইমেইল ব্যবহার করে একটি এ্যাকাউন্ট তৈরি করুন।
এ্যাকাউন্ট খোলার লিংক: https://2captcha.com/?from=4042067
একাউন্ট খোলার পরে আপনি Dashboard হতে Start Work এ ক্লিক করলে আপনার সামনে ক্যাপচা আসা শুরু করবে। তারপর আপনি ক্যাপচা পুরণ শুরু করলে আপনার ইনকাম শুরু হবে। বলে রাখি এখানে আপনাকে এক টাকাও ইনভেষ্ট করতে হবে না বা কাউকে দিতে হবে না। সম্পূর্ণটাই ফ্রি। কাজের কোনো লিমিট নেই। আপনি ২৪ ঘন্টার যেকোনো সময় ইচ্ছা কাজ করতে পারবেন। সুতরাং সময়ের বাধ্যবাধকতা না থাকায় আপনার সুবিধামত যেকোনো ফ্রি টাইমেই আপনি এই কাজ করতে পারবেন সেটা কোন দিনে কিংবা রাতে।
সরাসরি ওয়েব ব্রাইজার ছাড়াও এদের এ্যান্ডয়েড এ্যাপস ডাউনলোড করে কিংবা কম্পিউটার সফটওয়ার ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এ্যাকাউন্ট খোলা সাইটটিতে Software Download নামক মেনুতে কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল এ্যাপস দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তারপর ঐ একই পেজে নিচের দিকে আপনি Client Key দেখতে পাবেন। ঐ Client Key কপি করে আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইন্সটল করা সফটওয়ারে পেস্ট করে দিতে হবে। ব্যাস এবার ক্যাপচা এন্ট্রি শুরু করে দিন আর শুরু হয়ে যাক আপনার ইনকাম।
এখন কথা হলো ইনকাম তো করলেন টাকা তুলবেন কিভাবে। এখানে বলে রাখি এই সাইট, Web Money, Perfect Money, Payeer, AirTM, Bitcoin Cash, USDT TRC20 এই মাধ্যমগুলোতে পেমেন্ট দিয়ে থাকে। আপনি এদের যেকোনোটিতে এ্যাকাউন্ট খুলে আপনার অর্জিত অর্থ উত্তোলন করতে পারবেন। তবে আমি সাজেষ্ট করবো আপনারা Perfect Money তে এ্যাকাউন্ট খুলবেন। এখানে বলা বাহুল্য যে যতগুলো পেমেন্টে গেটওয়ে আছে তার কোনাটাই কিন্তু বাংলাদেশে টাকা দেয় না। কি হতাশ হলেন এটা শোনার পরে। হতাশ হবার কিছু নেই। আপনাকে বিভিন্ন Exchange মাধ্যম ব্যবহার করে এই টাকা তুলতে হবে। এটা নতুন কিছু না। দীর্ঘদিন যাবতৎই বাংলাদেশে এরকম গেটওয়ের অনুমোদন নেই। তাই ফ্রিল্যান্সাররা বিভিন্ন Exchange মাধ্যম ব্যবহার করে টাকা তুলে থাকেন। Perfect Money এর অনেক সার্টিফাইড পার্টনার আছে যাদের মাধ্যমে আপনি আপনার Perfect Money এর জমানো ডলার আপনার বিকাশ, রকেট, নগদ কিংবা সরাসরি ব্যাংক এ্যাকউন্টে নিতে পারবেন। আমি সাজেষ্ট করবো আপনারা USD Care নামে একটা সাইট আছে সেটা ব্যবহার করবেন। এরা খুবই বিশ্বস্ত এবং দ্রুত পেমেন্টে দিয়ে থাকে। আর সাইটটি Perfect Money এর সার্টিফাইড পার্টনার। তাই রিক্সের কিছুই নেই। আপনারা সরাসরি USD Care এর ওয়েবসাইটে গিয়ে এ্যাকাউন্ট খুলে ট্রান্সফার করতে পারবেন আবার চাইলে USD Care এ্যান্ড্রয়েড এ্যাপস এর মাধ্যমেও তা সহজেই করতে পারবেন।
এখন প্রশ্ন আসতে পারে ইনকাম কত হবে। সেক্ষেত্রে বলবো এখানে ইনকামের কোনো লিমিট নেই। আপনি যত কাজ করবেন তত ইনকাম। তবে হ্যাঁ ইনকামের পরিমাণটা অনেকটা কম। তবে হতাশ হবার কিছু নেই। বেকার বসে থাকলে আপনাকে এক টাকাও কেউ দিয়ে সাহায্য করবে না। আর অযথা ফেসবুক, ইউটিউবে সময় নষ্ট করার চাইতে এইকাজ করে অল্প ইনকাম করাও উত্তম বলেই আমি মনে করি। তাই আর দেরি না করে ঝটপট এ্যাকাউন্ট খুলে কাজে লেগে পড়ুন। আপনাদের ফ্রিল্যান্সিং এর যাত্রা শুভ হোক সেই কামনা করি।
এ্যাকাউন্ট খোলার লিংক: https://2captcha.com/?from=4042067
কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কিংবা কিছু জানার থাকলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। চেষ্টা করবো আপনাদেরকে যতটা সম্ভব সহযোগীতা করার।
https://www.facebook.com/contact.johirrayhan


0 মন্তব্যসমূহ